Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

.  সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট এর আওতায় মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের(৬ষ্ঠ-   
১০ম শ্রেণী)১০% ছাত্র ও ৩০% ছাত্রী কোটায় স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা    
অফিসার,বেগমগঞ্জ,নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে যোগ্য শিক্ষার্থীদেরকে উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে।
২.  উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প,পর্যায়-৪ এর আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে    
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের ৪০% কোটায় স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে  এবং উপজেলা       
মাধ্যমিক শিক্ষা অফিসার,বেগমগঞ্জ,নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে যোগ্য শিক্ষার্থীদেরকে উপবৃত্তি     
প্রদান করা হয়ে থাকে।
৩.  জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির আওতায় উপজেলা পর্যায়ের গঠিত কমিটির সম্পাদক হিসাবে     
দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলাধুলা পরিচালনা/সমন্বয় করে তৃনমূল পর্যায় থেকে       
জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হয়ে থাকে।
৪.  উপজেলা শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ,সংরক্ষণ ও চাহিদামত উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর         
প্রেরণ করে সরকারের উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা হয়ে থাকে।
৫.  বিদ্যালয়/মাদরাসার ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি এবং অভিভাবক ও শিক্ষক সমিতির সদস্যদের     
যথাযথ দায়িত্ব পালনে উৎসাহিত করা।
৬.  তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সময় সময় জারীকৃত নির্দেশনা অনুযায়ী সকল ধরণের    
সেবা প্রদান করা।